প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে কর্মীসভাকে কেন্দ্র করে চাঙ্গা যুবদল, নতুন কমিটি গঠনের বার্তা

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে কর্মীসভাকে কেন্দ্র করে চাঙ্গা যুবদল, নতুন কমিটি গঠনের বার্তা

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ কয়েকবছর পর বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২০শে অগাস্ট স্থানীয়ভাবে কর্মীসভার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বাছাইয়ের বার্তা দিতে চায় দলটি। সিলেট জেলা শাখার অধীনে দুই কমিটি ঘোষণার প্রস্তুতিতে বিয়ানীবাজারে যুবদলের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা মনোভাব ফিরে এসেছে।

 

Manual7 Ad Code

এদিকে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিয়ানীবাজারে যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের জোর লবিং চলছে। প্রায় মাসখানেক আগে বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের নতুন নেতৃত্ব চেয়ে বিজ্ঞপ্তি জারী করে জেলা কমিটি। কর্মী সভা পরবর্তী যেকোনো দিন নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও দলের মধ্যে গুঞ্জন রয়েছে। অপরদিকে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। শুধু তাই নয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের অনুসারীরাও এই লবিংয়ে অংশ নিচ্ছেন। আলোচিত ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে স্থানীয়ভাবে উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল জানান, আগামী ২০শে অগাস্ট কর্মীসভায় জেলার নেতৃবৃন্দ আসবেন। উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হবে। ওই কর্মীসভায় নতুন নেতৃত্ব বাছাইয়ের রুপরেখা চূড়ান্ত হতে পারে।

Manual5 Ad Code

জানা যায়, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সভাপতি পদে হোসেন আহমদ দোলন, দৌলা হোসেন সুভাষ, নুরুল আমীন, ফাহিম শাকিল অপু ও বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এম এ হাসনাত জামিল, সাব্বির আহমদ চৌধুরী, মাহতাব উদ্দিন রুবেল ও আলমগীর হোসেন, পৌর যুবদলের জানে আলম, শাহীন আহমদ, শামীম আহমদ, জাবেদ আহমদ, লিমন আহমদ ও কামাল হোসেনের নাম আলোচিত হচ্ছে। নেতৃত্ব প্রত্যাশীরা আবার বিভিন্ন নেতার অনুসারী। যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।

Manual5 Ad Code

 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ জানান, এখন অনেকেই নেতৃত্বে আসতে চায়। যদিও দলের দূর্দিনে তাদেরকে পাওয়া যায়নি। তবে জেলা নেতৃবৃন্দ বিগত দিনে আন্দোলন সংগ্রামে থাকা নেতৃত্ব বেছে নিবেন। অপর যুবদল নেতা এম এ হাসনাত জামিল বলেন, বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্ব আসছে শিগগিরিই। যুবদল নেতারা দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় রয়েছেন, তাদের পরিচয় ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে আমি প্রত্যাশা করি।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code