স্টাফ রিপোর্টার:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হয়েছে বিয়ানীবাজারের শহীদ মিনারগুলো। সন্ধ্যার পর থেকে আলোকসজ্জায় রঙিন হয়েছে স্মৃতির মিনার।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।
এ ছাড়াও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামবে সাধারণ মানুষের।
শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, আমাদের অফিসার ফোর্স নিয়োজিত থাকবেন। শহীদ মিনারের চতুর্পাশে সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম জানান, যথাযথ প্রটোকল অনুযায়ী সব পেশাজীবি সংগঠনকে শ্রদ্ধা জানাতে ডাকা হবে। শহীদ মিনার পরিচ্ছন্নতাসহ নতুন করে সাজানো হয়েছে।
Sharing is caring!