প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন সরাসরি ভোটে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৪৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন সরাসরি ভোটে

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নেতৃত্ব নির্বাচন হবে সরাসরি ভোটের মাধ্যমে। আগামী বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Manual6 Ad Code

এদিকে প্রায় দেড় যুগ পর বিয়ানীবাজারে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে। তবে কতজন ভোটার ভোট প্রয়োগ করবেন তা তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়ভাবে ছাত্রদলের একসময়ের শক্ত অবস্থান বিগত সরকারের সময়ে বেশ দূর্বল হয়ে পড়ে। বর্তমানে দলটির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।

Manual4 Ad Code

গত কয়েকদিন থেকে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ নতুন সদস্য ও ভোটার সংগ্রহের কাজ খুব গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছেন।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়েজ আহমদ ও বর্তমান পৌর কমিটির আহবায়ক আয়নুল আবেদীন জানান, সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়াকে জাতীয়তাবাদী আদর্শের কর্মী-সমর্থকরা বেশ ভালোভাবে নিয়েছেন। যথারীতি প্রচার-প্রচারণা চলছে। কেবলমাত্র ছাত্র ছাড়া অন্যদের ভোটদানের সুযোগ নেই।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code