প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ণ
হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে আসিফ নজরুল যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘কী ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলছিলেন- ওপেন নির্দেশ দিচ্ছি এখন। যেখানে পাবে, সেখানে গুলি করবে। কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো…

কর্মকর্তা: ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?

Manual5 Ad Code

হাসিনা: সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাতে। RAB-DGFI সবাইকে বলা হয়েছে। যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে।

কর্মকর্তা: জ্বি

হাসিনা: ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওপর থেকে। এখন ওপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।

কর্মকর্তা: জ্বি জ্বি.. মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা।

Manual4 Ad Code

হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

Manual8 Ad Code

কর্মকর্তা: হ্যা

Manual7 Ad Code

হাসিনা: তো ওখানে পাঠাই দিক Rab রে।

কর্মকর্তা: জ্বি, আপনার নির্দেশনা লাগবে একটু।

হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিচ্ছি এখন। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।

কর্মকর্তা: জ্বি

বি: দ্র: শেখ হাসিনার বিচার চাই- এ কথা বলতে যাদের লজ্জা লাগে এটা তাদের জন্য।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code