প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কারা ফেলে গেছে পুলিশের এতো পোশাক?

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ণ
কারা ফেলে গেছে পুলিশের এতো পোশাক?

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিবার রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারসংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।

ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, স্থানীয়রা এতগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে এ বিষয়টি পুলিশকে জানালে তারা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ চরম আতঙ্কিত বলেও জানান তিনি। কারণ গেল কয়েক দিন আগে পুলিশ জানিয়েছিল আমার ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমরা সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোনো সুযোগ না পেয়ে এ পোশাকগুলো ফেলে চলে গেছে।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ গণমাধ্যমকে জানান, সপ্তাহখানেক আগে একটি ডাকাত দল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code