প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুত্রবধূকে পিটিয়ে ‘মৃত ভেবে’ ফেলে গেলেন শ্বশুর-শাশুড়ি

editor
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
পুত্রবধূকে পিটিয়ে ‘মৃত ভেবে’ ফেলে গেলেন শ্বশুর-শাশুড়ি

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।

Manual6 Ad Code

আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

Manual1 Ad Code

প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।

Manual8 Ad Code

অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code