প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জলবায়ু অভিযোজনে ইউনিসেফ ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে: উপদেষ্টা

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
জলবায়ু অভিযোজনে ইউনিসেফ ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে: উপদেষ্টা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Manual7 Ad Code

বৈঠকে উপদেষ্টা বলেন, ইউনিসেফ ও মন্ত্রণালয় যৌথভাবে পরিবেশ শিক্ষাভিত্তিক কর্মপরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে জলবায়ু উদ্যোগ পরিচালনায় কাজ করবে। জলবায়ু অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা, সমন্বয় ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন অবকাঠামো ও পানি সংশ্লিষ্ট প্রকল্পের পরিবীক্ষণ ব্যবস্থায় তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।

বৈঠকে রানা ফ্লাওয়ার্স শিশু ও কিশোর-কিশোরীদের ওপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, যেমন- বন্যা, অপুষ্টি ও শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার কথা তুলে ধরে বলেন, ইউনিসেফ তরুণদের জলবায়ু সমাধানের কেন্দ্রবিন্দুতে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভিন্ন জেলায় তরুণদের নিয়ে পরামর্শ সভার পরিসর বাড়ানোর পাশাপাশি তিনি পরিবেশ সচেতনতা তৈরির অংশ হিসেবে যৌথ ডকুমেন্টারি সিরিজ নির্মাণের প্রস্তাব দেন। যে তথ্যচিত্রে শিশুদের পরিবেশবান্ধব বার্তা স্থান পাবে।

Manual8 Ad Code

এ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, এটি বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code