প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাম রুহানীসহ পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ণ
গোলাম রুহানীসহ পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানীসহ পুলিশের ৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৩ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

Manual8 Ad Code

এতে বলা হয়, বিনা অনুমতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এ জন্য ২০১৮ সালের সরকারি চাকরি আইনের বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে ১২ উপবিধি (১) অনুযায়ী তাকে ১০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ২৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত। এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।

Manual3 Ad Code

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি ২ (চ) অনুযায়ী পলায়নের অভিযোগে তাকে ১১ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে।

Manual2 Ad Code

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে পালিয়ে আছেন। এ কারণে ওই দিন থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code