প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ণ
ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

Manual8 Ad Code

ফেনী প্রতিনিধি :
ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটরা ঘটে।

Manual8 Ad Code

নিহতদের মধ্যে রয়েছেন বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬)। তিনি পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত হেলপারের পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনার বাসচালক রফিক (৬০) গুরুতর আহত হন।

Manual5 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় পৌঁছালে সেখানে চলন্ত একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় বাসটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকেও মৃত ঘোষণা করেন। বাসচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code