প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ণ
তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ। সাধারণ মানুষ এখন এসব ‘স্বঘোষিত বিশেষজ্ঞ’ এবং তাদের অযৌক্তিক বক্তব্য প্রচারকারী প্ল্যাটফর্মে ক্লান্ত।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটর যেমন এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন ও পিএসএ পরিচালনায় ৫০০টির বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে। এগুলো আন্তর্জাতিক কোম্পানিগুলোর দক্ষতা এবং বৈশ্বিক অর্থনীতিতে অবদানের প্রমাণ।

Manual4 Ad Code

শফিকুল আলম বলেন, তবু কিছু রাজনৈতিক নেতা ও কয়েকটি গণমাধ্যম শুধুমাত্র ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির মধ্যকার ক্ষুদ্র আইনি বিরোধকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে; না হলে এ ধরনের রাজনীতি ও প্রচারণা অচিরেই অচল হয়ে পড়বে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code