প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন গৃহবধূ

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
ঝালকাঠিতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন গৃহবধূ

Manual4 Ad Code

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সিজারিয়ান অপারেশনে একসঙ্গে তিন নবজাতক জন্ম দিয়েছেন এক প্রসূতি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিআইপি রোডস্থ মডেল ক্লিনিকে তাদের জন্ম হয়। প্রসূতি মা ও তিন নবজাতকের ওজন এবং উচ্চতা স্বাভাবিক রয়েছে।

Manual7 Ad Code

ক্লিনিকের ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম বলেন, প্রসূতি গৃহবধূ দক্ষ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর নিয়মিত তাকে দেখানো ও চেকআপ করাতেন প্রসূতি। শুক্রবার সকালে তাকে ওই গৃহবধূকে ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। সকালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যায় অপারেশনের সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টার দিকে অধ্যাপক (গাইনি) ডা. খুরশিদ জাহান সিজারিয়ান অপারেশন করেন। নবজাতকদের দুটি মেয়ে ও একটি ছেলে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আমাদের ক্লিনিকে এই প্রথম অভূতপূর্ব সিজারিয়ান সফল অস্ত্রোপচার, যাতে একই মায়ের থেকে তিনটি সন্তান পৃথিবীর আলো দেখছে। সবারই স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক থাকায় পরিবারের পাশাপাশি আমরাও আনন্দিত।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code