প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টঙ্গী জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ণ
টঙ্গী জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজাম (যোবায়ের) গ্রুপের পরিচালনায় চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার শুরুর তৃতীয় দিনে এনিয়ে মোট ৫ মুসল্লির মৃত্যু হলো।

Manual3 Ad Code

রোববার (৩০ নভেম্বর) সকালে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনিয়ে টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচ।

হাবিবুল্লাহ বলেন, আল্লাহ তাআলা সকল মৃত মুসল্লিকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

Manual5 Ad Code

মৃত দুজন হলেন- সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২); ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (১০০)।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে বাদলকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রোববার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন মঈন উদ্দিন।

Manual6 Ad Code

প্রসঙ্গত, ৫ দিনের এ জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code