প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০২:৩৬ অপরাহ্ণ
আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ

Manual4 Ad Code

 

ময়মনসিংহ প্রতিনিধি:

Manual6 Ad Code

পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০)। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

গত শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার গ্রাম দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন নিজ বাড়ির পাশে কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করার সময় দগ্ধ হন আল-আমিন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে আল-আমিনের টিমের সহকারী সুবল চন্দ্র অধিকারী সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার শীতকালীন কন্টেন্ট তৈরি করার জন্য চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনের অত্যাধিক তাপে তার শরীর দগ্ধ হয়েছে। বতর্মানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের তাপে তার শরীরের ৩৫ থেকে ৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।

 

Manual6 Ad Code

কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি সাংবাদিকদের জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন।

এ বিষয়ে গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনাটি ফেসবুকে দেখেছি, লোকমুখে শুনেছি। তবে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ‍্য জানানো হয়নি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code