প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ কাল, আখাউড়া ঘুরে গেলেন নেতারা

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ণ
আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ কাল, আখাউড়া ঘুরে গেলেন নেতারা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ সফল করতে বিএনপি’র তিন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঘুরে গেছেন। লং মার্চ বুধবার (১১ ডিসেম্বর)।

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আখাউড়া স্থলবন্দর ও এর আশপাশের এলাকা ঘুরে দেখে গেছেন। তবে লং মার্চ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় সমাবেশ করা হবে এ বিষয়ে তারা তাৎক্ষনিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে লং মার্চ সফলে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তিনটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চান বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনি।

Manual1 Ad Code

মোনায়েম মুন্না বলেন, ‘লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথায় কি করব সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে। বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন। বিএনপি চেয়ারপারসন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে।

Manual6 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন স্বাধীনতা ও সার্বভৌমিত্ব প্রশ্নে কোনো আপোষ নয়। লং মার্চ থেকে আমরা ভারতকে এসব বার্তা দিতে চাই।’

Manual6 Ad Code

এ কর্মসূচিকে ভারতের আগ্রাসী মনোভাব ও ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ উল্লেখ করে তিনি বলেন, ‘আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনে হামলা করা হয়েছে। আমরা এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে ঢাকায় প্রতিবাদী পদযাত্রা করেছি। স্মারকলিপি দিয়েছি। দেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে চাই।’

Manual8 Ad Code

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে দেখান।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করছি সফল একটি লং মার্চ শেষে সমাবেশের আয়োজন করা হবে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, ‘লং মার্চকে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা এসেছে। আয়োজনকারী তিন সংগঠনের নেতৃবৃন্দ এলাকা ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আয়োজনকে সফল করতে আমরা প্রস্তুত আছি।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code