প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট পাবেন প্রবাসীরা

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ণ
১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট পাবেন প্রবাসীরা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা। এক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের।

বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রবাসীদের এ সুখবর দেন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।

উপদেষ্টা জানান, পাসপোর্ট প্রাপ্তিতে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াকে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে– ইনশাল্লাহ আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না।

Manual1 Ad Code

পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটা বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।

Manual4 Ad Code

এদিকে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code