প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোটার তালিকা হালনাগাদ চলছে, কারা হতে পারবেন ভোটার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ণ
ভোটার তালিকা হালনাগাদ চলছে, কারা হতে পারবেন ভোটার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়া যাবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

পোস্টে নির্বাচন কমিশন জানায়, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তারা ভোটর হতে পারবেন। এ ছাড়া যারা অন্য কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি; তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

Manual4 Ad Code

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে:
* ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি * জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি * নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি * এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) * ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি) নির্বাচন কমিশন আরও জানায়, মনে রাখবেন; একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code