প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গৃহবধূকে তুলে নিয়ে ডাকাতদলের ধর্ষণ, ৭ জন গ্রেপ্তার

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
গৃহবধূকে তুলে নিয়ে ডাকাতদলের ধর্ষণ, ৭ জন গ্রেপ্তার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নওগাঁর মহাদেবপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ডাকাতদলের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

Manual4 Ad Code

গ্রেপ্তাররা হলেন- নওগাঁর মান্দা উপজেলার চকজামদই গ্রামের শরিফুল ইসলাম ওরফে পচা (২৯), তারেক হোসেন (২৬), বনসেতর গ্রামের সোলাইমান আলী (৩৮), জিনারপুর গ্রামের রিপন আলী (৩০), গৌড়রা বৌদ্দপুর গ্রামের ফারুক হোসেন (৩২), চককন্দর্পপুর গ্রামের সাগর হোসেন (১৯) ও বন্দীপুর গ্রামের রুবেল সরদার (২৮)।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা পুলিশ। অন্যদের আগেই গ্রেপ্তার করা হয়। আগে গ্রেপ্তার পাঁচ সদস্যের মধ্যে সাগর হোসেন, তারেক হোসেন ও রিপন আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ডাকাতদল ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে মহাদেবপুর উপজেলার একটি বাড়িতে ঢোকে। তারা বাড়ির সদস্যদের মুখ, হাত-পা বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতদল যাওয়ার সময় এক গৃহবধূকে তুলে খোলা মাঠে নিয়ে ধর্ষণ করে। থানা পুলিশ খবর পেয়ে রাতেই ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হয়। পর দিন মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।

Manual1 Ad Code

পুলিশ সুপার বলেন, শুরুতে এটি পুলিশের কাছে ক্লুলেস ঘটনা ছিল। তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহাদেবপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ওই তিনজন আদালতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code