প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনের এক ফাঁকে তাদের সাক্ষাৎ হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Manual6 Ad Code

সাক্ষাতে সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। ড. ইউনূসকে তিনি বলেন, ‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি।’ এ সময় তারা ডাব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Manual6 Ad Code

আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও গভীর হবে।

এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিদের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ।

বৈঠকে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code