প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ে করলেন জামিল-মুন, সহশিল্পীদের শুভকামনা

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
বিয়ে করলেন জামিল-মুন, সহশিল্পীদের শুভকামনা

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
সাধারণত ঈদ ছুটিতে বিয়ের ধুম পড়ে যায়। সেদিক থেকে ব্যতিক্রম নয় দেশের তারকারাও। দুয়েক দিনের ব্যবধানে পরপর কয়েকটি বিয়ে দেখল বিনোদন জগৎ। এর মধ্যেই ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেছেন গত শুক্রবার (৪ এপ্রিল)। একই দিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সবার বিয়েতে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরাও।

Manual8 Ad Code

সেই রেশ কাটতে না কাটতেই আবার বিয়ের পিঁড়িতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনকে। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল।

Manual2 Ad Code

এর মধ্যেই জামিল নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগেই সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ’।

জামিলের স্ত্রী মুনও একজন ছোটপর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাদের পরিচয়। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। অবশেষে সংসার জীবনে প্রবেশ এ অভিনেত্রী।

Manual5 Ad Code

বিনোদন জগতের তারকাদের পাশাপাশি ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে অনেকেই।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code