প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সমালোচনার মুখে মাহি

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ণ
সমালোচনার মুখে মাহি

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদে অন্যান্য অনেক শিল্পীর একাধিক কাজ এলেও সেভাবে দেখা যায়নি মাহিকে। এরমধ্যে হঠাৎ এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সামিরা খান মাহি। শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়ত একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।’

আরেকজন প্রশ্ন করে লিখেছেন, ‘আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না।’ রুশা জানাহ বুসরার কথায়, ‘পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের এসব ড্রেস পরে এদের মা-বাবা দেখলে ওর মা-বাবার লজ্জা করে না।’

Manual7 Ad Code

অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজে। এ বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময়- তাও একদিন আগে। আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’

এদিকে সামিরা খান মাহি এখন একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং করছেন। ‘থার্স ডে নাইট’ শিরোনামের এই গল্পটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code