প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘নিজেরাও বি প দে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

editor
প্রকাশিত মে ২১, ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ণ
‘নিজেরাও বি প দে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

বিনোদন ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (২০ মে) জামিন দেওয়া হয় অভিনেত্রীকে। কারাগার থেকে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেপ্তারের ঘটনায় শোবিজ অঙ্গনে তারকাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

অনেক তারকা নুসরাতের গ্রেপ্তারের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত তারকাদের মুখেও নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে নিন্দা শোনা গেছে। যাদের মধ্যে রয়েছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। তার মতে, বিষয়টি দুঃখজনক।

ফজলুর রহমান বাবু বলেন, ‘নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না। যদি তিনি অভিনয়ের জন্য বন্দি হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং দুঃখজনক।

‘মুজিব’ সিনেমায় নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দায় দেখা গেছে বাবুকে। তিনি খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এতে শেখ মুজিবের চরিত্রে দেখা গেছে আরিফিন শুভকে।

গতকাল জামিনে মুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার দায়ের করা সেই হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।

Sharing is caring!