প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘প্রিয় মালতী’ কেমন আছেন, জানালেন আদনান

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ণ
‘প্রিয় মালতী’ কেমন আছেন, জানালেন আদনান

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে।

Manual5 Ad Code

বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে প্রিয় মালতী বলেও ডাকা শুরু করেছেন।

Manual1 Ad Code

এদিকে নির্মাতা ও পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে ১৩ বছরের প্রেম শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর এখন পর্যন্ত এ তারকা জুটির সময়টা বেশ ভালোই যাচ্ছে। তারা খুব ভালো আছেন। এর প্রমাণও পাওয়া যায়, সামাজিক মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলোতে।

Manual8 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আবার আদনান আল রাজীব মেহজাবীনের একগুচ্ছ ছবি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে নির্মাতা লিখেছেন— মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন—‘খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘মেহু আপুকে অনেক সুন্দর লাগছে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code