প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১৩ বছর বয়সেই মায়ের সৌন্দর্যকে টেক্কা দিচ্ছেন আরাধ্যা

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ণ
১৩ বছর বয়সেই মায়ের সৌন্দর্যকে টেক্কা দিচ্ছেন আরাধ্যা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
সদ্য ১৩ বছর বয়সে পা রেখেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সন্তান আরাধ্যা। গত কয়েক মাস ধরে সমানে চর্চা চলেছে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে। বচ্চন পরিবারের ভাঙন ও তার চুলচেরা বিশ্লেষণে ডুবে রয়েছে গোটা ভারতের শোবিজাঙ্গন। সত্যিই কি অভিষেক আর ঐশ্বরিয়ার সম্পর্কে দূরত্ব বেড়েছে? সন্দেহ ঘনিয়েছে আরও একবার। তারই মধ্যে অনুরাগীদের নজর কেড়েছে কিশোরী আরাধ্যা।

Manual1 Ad Code

এমনিতেই মায়ের সঙ্গে তার সখ্য নিয়ে আলোচনা কম নয়। ছোটবেলা থেকেই মেয়েকে নিজের সঙ্গে সর্বত্র নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যেদিন থেকে বচ্চন-বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া, আলোচনা শুরু হয়েছে তার দাম্পত্য জীবনের টানাপড়নে নিয়ে, সেদিন থেকে আরাধ্যা যেন তার নিত্যসঙ্গী।

আম্বানী পরিবারের বিয়ে হোক বা প্যারিসের ফ্যাশন উইক, সর্বত্র আরাধ্যাকে দেখা গেছে মায়ের সঙ্গে। এমনকি সব জায়গায় কেন মেয়েকে নিয়ে যান তিনি, সংবাদিকদের এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে ঐশ্বরিয়াকে। উত্তরে ঐশ্বরিয়া তার মেয়ের হাত ধরে বলেছিলেন, ‘ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।’

সম্প্রতি আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গেই দেখা মিলল আরাধ্যার। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনায় খানিকটা হলেও জল পড়েছে এরপরে।

Manual5 Ad Code

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি বিয়ের অনুষ্ঠানের ছবি। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। সে ছবি বর্তমানের না অতীতের, তা নিয়ে অবশ্য নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Manual8 Ad Code

পাশাপাশি আরও একটি ছবি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। সেটিও কোনও পারিবারিক উৎসবের ছবি। সেই ছবিতে মা আর দিদিমার মাঝখানে দাঁড়িয়ে মিষ্টি হাসছে আরাধ্যা। পরনে হালকা হলুদে আর রুপালিতে মেশানো ঝলমলে ভারতীয় পোশাক।

Manual5 Ad Code

এ ছবিতে নেটাগরিকেরা লক্ষ করেছেন, ছোট্ট আরাধ্যার উচ্চতা। প্রায় মায়ের মাথা ছাড়িয়ে চলে গেছে কিশোরী। একসময় বালিকা আরাধ্যার কপালে ছড়িয়ে থাকত কুচো কুচো চুল। কৈশোরের দ্বারপ্রান্তে এসেই মেয়ের চুলের ধরন বদলে দেন ঐশ্বরিয়া। এখন তাকে আর শিশু বলে মনে হয় না। বরং মায়ের পাশে সত্যিই তার সখী বলে মনে হয়, এমনই মত অনুরাগীদের।
উচ্চতার ক্ষেত্রে আরাধ্যা যে বাবা অভিষেক আর ঠাকুরদা অমিতাভ বচ্চনের ধারা বহন করছে, তা আলাদা করে বলে দিতে হয় না।

একসময় বলিউডে অমিতাভ ছিলেন সর্বাধিক উচ্চতা সম্পন্ন নায়ক। তাঁর উচ্চতা ১.৮৮ মিটার (প্রায় ৬ফুট ১ ইঞ্চি)। এক ধাপ এগিয়ে অভিষেকের উচ্চতা ১.৯ মিটার (প্রায় ৬ফুট ২ ইঞ্চি)। এদিকে হিসেব বলছে, গত বছরও আরাধ্যার উচ্চতা ছিল ৪ ফুট ৪ ইঞ্চির কাছাকাছি। চলতি নভেম্বর-ডিসেম্বরে মায়ের মাথা ছুঁয়ে ফেলেছে সে। ঐশ্বরিয়ার উচ্চতা ১.৭ মিটার (প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি)।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের ঘরে আসে আরাধ্যা। ভক্তরা মানছেন, মাত্র ১৩ বছর বয়সেই মায়ের সৌন্দর্য ও উচ্চতা দুটোই সমানতালে পেয়েছেন ঐশ্বরিয়াকন্যা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code