প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ণ
অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতারের পর থেকেই আলোচনা শুরু হয়। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

Manual8 Ad Code

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, হাইকোর্ট বলেছেন যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

Manual3 Ad Code

তবে কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। একেবাড়ে মামলা থেকে মুক্তি পাননি তিনি। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই প্রয়োজনে তাকে তলব করা হতে পারে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ এর প্রিমিয়ারে ৪ ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক জনের মৃত্যু হয়। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ছিল আগেই। তবে তার জন্য যে আল্লুকে গ্রেফতার করা হবে, ভাবেননি কেউ। অনেকে বলছেন, প্রিমিয়ার শোতে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে সেটির দায় কী করে তারকার ওপর আসে?

Manual3 Ad Code

কারণ পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।

Manual5 Ad Code

অন্যদিকে, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code