প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছয় বছর পর পুরোনো গন্তব্যে ফিরলেন প্রিয়াংকা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ণ
ছয় বছর পর পুরোনো গন্তব্যে ফিরলেন প্রিয়াংকা

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
গত বছরের শেষ দিকেই জানা গেছে, ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণ ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়। সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ ছিল, প্রিয়াঙ্কা জুটি বাঁধছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে।

এ সিনেমা দিয়ে দীর্ঘ ছয় বছর পর নিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। কারণ, গত কয়েক বছর তিনি স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। কাজও করছেন হলিউডে। নাম-ঠিক না হওয়া এ সিনেমার শুটিং হবে ভারতের পাশাপাশি আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পাবে। মহেশ বাবু এতে একজন অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য।

Manual2 Ad Code

প্রিয়াংকার চরিত্রটিতেও দেখা যাবে কোনো এক দেবীর ছায়া। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারভিত্তিক এ সিনেমার অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা। সব খবরই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে অনুমানের ওপর ভিত্তি করে। তবে মহেশ বাবু ও প্রিয়াংকার ভক্তরা নিজেদের প্রিয় তারকার রসায়ণ দেখার জন্য উন্মুখ।

Manual8 Ad Code

এবার এলো সেই সিনেমার শুটিং শুরুর খবর। গত ৭ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে হয়েছে। ভাইয়ের বিয়েতে অংশ নিতেই আমেরিকা থেকে স্বামী-সন্তান নিয়ে মুম্বাইতে এসেছেন প্রিয়াংকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। দিনদুয়েক আগে মুম্বাই থেকে উড়াল দিয়েছেন হায়দরাবাদে।

জানা গেছে, এখানেই মহেশ বাবুর সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছু ছবি। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, শ্রী বালাজির আশীর্বাদে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।’ অভিনেত্রীর পোস্ট করা এসব ছবি দেখে বোঝাই যাচ্ছে, এবার কাজে ফিরতে চলেছেন। যদিও নতুন সিনেমার কোনো আপডেট দিতে দেখা যায়নি তাকে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code