প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

নাঈম ভাই হেনা কোথায়, বাপ্পারাজের প্রশ্নে যা বললেন অভিনেতা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০১:৪২ অপরাহ্ণ
নাঈম ভাই হেনা কোথায়, বাপ্পারাজের প্রশ্নে যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক:
ঘটনা ১৯৯৩ সালের। মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ঢালিউড অভিনেতা বাপ্পারাজ।

সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া। তিনি ১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান।

অন্যদিকে অভিনেতা বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। তবে জনপ্রিয় এ অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ চিত্রনায়ক বাপ্পারাজের কণ্ঠে এই সংলাপ নিয়ে নেটিজেনরা বেশ মজা করছেন। এবার এ বিষয়ে নিয়ে এক ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের (হেনা) স্বামী চিত্রনায়ক নাঈম।

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী শাবনাজ, চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজসহ আরও কয়েকজনকে। যেখানে ভিডিওতে চিত্রনায়ক নাঈমকে বাপ্পারাজ প্রশ্ন করছেন— ‘নাঈম ভাই, হেনা কোথায়?’এরপর নাঈম বলেন, ‘বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সঙ্গে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে।’

এই ভিডিও নিয়ে নেটিজেনরাও বেশ মজা করছেন। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— ‘অসাধারণ অভিনয় করলেন নায়ক বাপ্পারাজ ভাই ও নাঈম ভাই, তার ওপর শাবনাজ আপা— আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’

আরেক নেটিজেন লিখেছেন— অবশেষে হেনার কাহিনীর সমাপ্ত ঘটল। শুভকামনা রইল নায়ক নাঈম আর নায়িকা শাবনাজ এবং বাপ্পারাজসহ অন্যান্য শিল্পীকে। আগের দিনগুলো খুবই ভালো ছিল। ভালো থাকবেন সবসময় দোয়া রাখবেন।

Sharing is caring!