প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এনসিপির কমিটি ঘোষণার সাতদিনের মাথায় সিলেটে ৬ নেতার পদত্যাগ

editor
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ণ
এনসিপির কমিটি ঘোষণার সাতদিনের মাথায় সিলেটে ৬ নেতার পদত্যাগ

Manual3 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা :
কমিটি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখায় অসন্তোষ বেড়েই চলেছে। ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় পদত্যাগ করেছেন ৬জন।

Manual4 Ad Code

সবশেষ ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২০ জুলাই) গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাফিজের কাছে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান।

এ নিয়ে মোট ছয়জন নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন।

Manual4 Ad Code

এর আগে, গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার একদিন পরই ১৩ জুলাই সদস্য ফাহিম আহমদ এবং পরদিন ১৪ জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাফিজ একাধিক নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় প্রথমে ফাহিম আহমদ ও নাদিম মাহমুদ পদত্যাগ করেন। এরপর রোববার আরও চারজন নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code