প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Manual2 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
দেশব্যাপি জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সারাদেশে এ ক্যাম্পেইনে ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ই মার্চ) জৈন্তাপুরে উদ্বোধন করা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর।

জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সকাল ৮টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা।

Manual4 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিলাদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী ও ডা. হিল্লোল সাহা।

Manual6 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছর ক্যাম্পেইনে জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও পুরো উপজেলায় ১৬টি কমিউনিটি ক্লিনিক সহ মোট ১২০ টি অস্হায়ী টিকাদন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি আরো বলেন, এ বছর জৈন্তাপুর উপজেলায় ৬-১১ বয়সী ৩ হাজার ৩ শ ৭ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার ৩ শ ৩১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মুলত শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে সরকার এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত করছে। তাই সকল সচেতন অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ শিশুদের নিয়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ক্যাম্পেইন চলবে বিকেল ৪টায় পর্যন্ত।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code