প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারির শপথ গ্রহণ

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ণ
কুলাউড়ায় জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারির শপথ গ্রহণ

Manual4 Ad Code

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত শুরা সমাবেশে নবনির্বাচিত উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

পরে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে তিনি নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

Manual8 Ad Code

অধিবেশনে জামায়াতে ইসলামীর উপজেলার নায়েবে আমির মনোনীত হন অবসরপ্রাপ্ত কৃষিবিদ মো. জাকির হোসেন ও সেক্রেটারি মনোনীত হন ব্রাহ্মণবাজারস্থ মুসলিম এইড হাসপাতালের এমডি বেলাল আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. শফিক মিয়া, মাওলানা মতিউর রহমান ও মাওলানা তরিকুল ইসলাম খান মনোনীত হন।

উপজেলা মজলিসে শুরার সদস্যরা হলেন- আব্দুন নুর, মাওলানা বজলুল হক, রাজানুর রহিম ইফতেখার, জাকির হোসেন, মাওলানা আতিকুর রহমান, রুহল আমিন রইয়ব ও মনসুর আহমদ তালুকদার। মজলিসে প্রধান অতিথি ছিলেন জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code