প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ ইমাম হাসানের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
শহীদ ইমাম হাসানের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই বিপ্লবে শহীদ হওয়া ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, আর কোনো ভাই যেন তার আদরের ভাইকে না হারায়, কোনো মায়ের বুক খালি না হয়। বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।’

Manual3 Ad Code

সমাবেশস্থলে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আসা এনসিপি নেতাকর্মীদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে বসানো বড় স্ক্রিনে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের দলিলচিত্র, ভিডিও ক্লিপ ও শহীদদের স্মৃতিচারণমূলক উপস্থাপনা।

Manual5 Ad Code

আসছে ২৪ দফার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’

Manual1 Ad Code

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সমাবেশে ২৪ দফা সম্বলিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এ ইশতেহারে স্থান পাবে— দেশ পরিচালনার কাঠামো, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাস নীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পরিকল্পনা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code