প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আরও দেড় দিন আইসিইউতে থাকবেন নুর

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ণ
আরও দেড় দিন আইসিইউতে থাকবেন নুর

Manual8 Ad Code

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি :
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ।

Manual8 Ad Code

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, ডাক্তার রাত ৮টার দিকে জানিয়েছেন, নুর ভাইয়ের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে আরও দেড় দিন। এরপর তার অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রমের সময় এ সংঘর্ষ শুরু হয়।

Manual3 Ad Code

একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

Manual8 Ad Code

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। এ অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এরআগে, শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ (শনিবার) আলোচনায় বসবে।

তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code