প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হান্নানের প্রাপ্তি-অপ্রাপ্তি দুইয়েই সাকিব

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ণ
হান্নানের প্রাপ্তি-অপ্রাপ্তি দুইয়েই সাকিব

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
কদিন আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। আসন্ন ডিপিএলে আবাহনীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে। তবে সেই যাত্রা শুরু করার আগে শুক্রবার বিসিবিতে শেষ কর্ম দিবস ছিল হান্নানের। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হান্নান বিদায় বেলায় জানালেন ক্যারিয়ারে তার প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা। যার দুইয়েই জড়িয়ে আছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।

Manual1 Ad Code

কিছুদিন আগে পদত্যাগ ইস্যুতে করা সংবাদ সম্মেলনে হান্নান জানিয়েছিলেন, দেশের মাটিতে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারা তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম অপূর্ণতা।

সে কথায় যেন আরও একবার জানালেন হান্নান। বিসিবি অধ্যায়ের ইতি টেনে রাতে নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে হান্নান জানিয়েছেন তার দীর্ঘ ক্যারিয়ারের পাওয়া-না পাওয়ার হিসেব।

Manual8 Ad Code

হান্নানের প্রাপ্তির জায়গা জুড়েও যে আছেন সাকিব এবার সেটা বললেন তিনি। হান্নান বলেন, ‘সাকিবের সাথে হয়তো কখনো এক দলে বা একসাথে খেলা হয়নি। ও যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক দলে ম্যানেজার বা কোচ হিসেবে কখনো থাকা হয়নি। এক সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল শেষ এক বছরে। বিদায়ের সময় সাকিবের সাথে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।’

সাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে প্রাপ্তি বললেও তারকা ক্রিকেটারকে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়াকে অপ্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। হান্নান বলেন, ‘মন চাইলেই বলতে পারি না যে, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়স ভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। ন্যাশনাল টিমের সিলেক্টর ছিলাম এক বছর। সাকিব আল হাসান একজনই। সেই সাকিবের সাথে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। একজন জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে আগেও বললাম যে মাঠ থেকে বিদায় নিতে পারিনি সে।’

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code