প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

হামজাদের ফিফা র‌্যাংকিং অপরিবর্তিত

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
হামজাদের ফিফা র‌্যাংকিং অপরিবর্তিত

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ জাতীয় পুরুষ দলের র‌্যাংকিং প্রকাশ করেছে। এই র‌্যাকিংয়ে বাংলাদেশ গত মাসের মতো ১৮০ তম অবস্থানেই রয়েছে।

গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর আর কোনো ফিফা উইন্ডো ছিল না। তাই ম্যাচ না খেলায় র‌্যাংকিংয়ে নড়চড় সেভাবে হয়নি। বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে খেলেছিল। নভেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ে ফিফা বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ প্রদর্শন করেনি। বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র‌্যাংকিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল।

র‌্যাংকিংয়ের অবস্থানের নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট সেটা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। ১৭৯ তম অবস্থানে থাকা কম্বোডিয়ার অবস্থান ৯১১.৫৪ পয়েন্ট।

Manual2 Ad Code

বাংলাদেশ-নেপালের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিল। অ্যাওয়ে ম্যাচে নেপাল ২ গোলে ড্র করেছে এজন্য তাদের পয়েন্ট খানিকটা বেড়েছে ডিসেম্বরে। নভেম্বরে যেখানে ছিল ৯০২.৪৪ পয়েন্ট সেখানে ডিসেম্বরে ০.০৮ বেড়ে হয়েছে ৯০২.৫২ পয়েন্ট। এতে অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি কারণ ১৮১ তম স্থানে থাকা বেলিজের পয়েন্ট ৯১০.৭৪ পয়েন্ট।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code