প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৬ হিজরি

টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর : লক্ষ্য টানা ৫ম জয়

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর : লক্ষ্য টানা ৫ম জয়

স্পোর্টস ডেস্ক:
সিলেটে মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ও রংপুর। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

এবারের বিপিএল আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। এবার তাদের প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স। টানা ৪ জয়ে টেবিলের শীর্ষে থাকা উত্তরবঙ্গের দলটি নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া।

দুই দলের আগের লড়াই বিপিএলের উদ্বোধনী রাতে। সেদিন ৪ উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ধসিয়ে দেন রংপুর রাইডার্সের অফ স্পিনার শেখ মেহেদী হাসান। ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পায় রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্স একাদশ
অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ এবং কামরুল ইসলাম রাব্বি।

ঢাকা ক্যাপিটালস একাদশ
লিটন দাস, জেসন রয়, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আমির হামজা।

Sharing is caring!