প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে অশান্তি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে অশান্তি

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দামামা বেজে উঠেছে। আর এরপর দিন অর্থাৎ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের আগে ম্যান ইন ব্লুদের শিবিরে অশান্তিও ছড়িয়েছে, দেশটির একাধিক গণমাধ্যমে এমনটায় জানায়। অস্ট্রেলিয়া সফরে লজ্জাজনক ফলাফলের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একাধিক ক্রিকেটারের সম্পর্ক ভালো নেই বলে জানা যাচ্ছিল।

Manual5 Ad Code

তবে এরপর সবকিছু ঠিক হয়ে গেছিল বলেই মনে হচ্ছিল। এবার ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সেই রেশ এখনও কাটেনি। ভারত দলে অশান্তিও ছড়িয়েছে বেশ। সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম জানিয়েছে, ঋষভ পন্থ ক্ষুব্ধ হয়েছেন গম্ভীরের সিদ্ধান্তে। ভারতের কোচ জানিয়েছেন, একাদশে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তিনি কেএল রাহুলকে বেছে নেবেন।

Manual5 Ad Code

যদি রাহুল ব্যর্থ হয়, তবেই মিলবে পন্থের সুযোগ। জানা যায়, বিষয়টি মানতে পারছেন না ঋষভ। ভারতের তারকা ক্রিকেটার জানিয়েছে, তাকে অন্তত বাজিয়ে দেখুক কোচ। সেই সুযোগটাও তিনি পাচ্ছেন না। চোট কাটিয়ে ফেরার পর একটি মাত্র ওয়ানডে খেলতে পেরেছিলেন তিনি।

Manual1 Ad Code

যেখানে রাহুল ব্যর্থ হয়েও পাঁকা করে বসে আছেন জায়গা। ভারতের গণমাধ্যমের তথ্য অনুসারে, এই নিয়ে নাকি সিনিয়রদের কাছে নালিশও দিয়েছেন পন্থ। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কেউ কিছু বলেননি। তবে এই খবর সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জন্য খারাপ সংকেত। কারণ দলের সাজঘরের পরিবেশ ভালো না হলে কোনও দল ভালো খেলতে পারে না!

এর আগে ইংল্যান্ড সিরিজের পরই কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি আমি। পন্থও সুযোগ পাবে। কিন্তু রাহুল ভালো খেলছে। দুজন উইকেটরক্ষক তো খেলানো যাবে না।’

অর্থাৎ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, পন্থকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে অন্তত বেঞ্চেই বসতে হবে। জানা যায়, এ নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও তাঁর তর্ক হয়েছে গম্ভীরের।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code