প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভালোবাসায় মুগ্ধ ইধিকা

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
ভালোবাসায় মুগ্ধ ইধিকা

Processed with Lensa with PT2 filter

Manual6 Ad Code

 

বিনোদন ডেস্ক:

 

Manual3 Ad Code

অভিনেত্রী ইধিকা পাল কলকাতার ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় পা রাখেন ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেন। হিমেল আশরাফের পরিচালনায় ২০২৩ সালের ২৯ জুন মুক্তিপ্রাপ্ত এ ছবিতে ইধিকার প্রাণবন্ত ও চঞ্চল চরিত্রটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেয় খুব সহজেই।

এরপর থেকেই দর্শকের মনে প্রশ্ন জাগতে থাকে, আবার কবে দেখা যাবে শাকিব-ইধিকা জুটিকে? অবশেষে সে অপেক্ষার অবসান ঘটে এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বরবাদ’-এর মাধ্যমে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় তৈরি এ সিনেমায় ফের একসঙ্গে কাজ করে রুপালি পর্দায় ঝড় তুলেছেন তারা। প্রিয়তমার সফল জুটির রসায়ন কাজে লাগিয়ে বরবাদে নতুন মাত্রা আনেন নির্মাতা, আর ইধিকা তার ওপর ভরসার প্রতিদান দেন দারুণভাবে। ছবির ‘নিঃশ্বাস’, ‘চাঁদমামা’ ও ‘দ্বিধা’র মতো গানগুলো যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমন প্রশংসিত হয়েছে ইধিকার পরিণত অভিনয়।

 

 

Manual1 Ad Code

প্রিয়তমার পর বরবাদে দর্শক সাড়ায় ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমায় কাজের অভিজ্ঞতাটা একদম আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এ ভাবনাটা মাথায় ছিল যে আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, যাতে আগের পারফরম্যান্স থেকে এক ধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সে প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি, এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি। এ জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, বরবাদে যেন সে ভালোবাসা আরও বেড়ে যায়, এমনটাও ভাবনায় ছিল আমার। সব মিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি, আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে। আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।’

Manual2 Ad Code

সব মিলিয়ে ইধিকা পালের ঢালিউড যাত্রা যেন প্রতিনিয়তই পূর্ণতা পাচ্ছে নতুন নতুন অভিজ্ঞতায় ও দর্শকের অফুরন্ত ভালোবাসায়। এদিকে মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‌বরবাদের। এরই মধ্যে সাত দিনে সারা দেশে ছবিটির কত টাকার টিকিট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে, সে তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাত দিনেই বরবাদ সে সাফল্যে পৌঁছে গেল। রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে ২৭ কোটি ৪০ লাখ টাকার বেশি টিকিট বিক্রির তথ্য জানিয়ে লেখে, ‘বরবাদ মুক্তির পর থেকে সারা দেশের দর্শকের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এ ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সব সময় বাংলা সিনেমার পাশে থাকুন।’

Manual3 Ad Code

ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের। মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদার ব্যবসা করছে এ ছবি। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code