প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় দিনমজুর সালাউদ্দিনকে হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
বড়লেখায় দিনমজুর সালাউদ্দিনকে হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

Manual5 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় দিনমজুর সালাউদ্দিন (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে নিহতের ভাই আমির উদ্দিন বাদি হয়ে মামলাটি করেছেন।

গত শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল দিনমজুর সালাউদ্দিনের লাশটি উদ্ধার করে পুলিশ। সালাউদ্দিনের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে লাশ ফেলে গেছে।

Manual7 Ad Code

সালাউদ্দিন বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে। এই ঘটনায় পুলিশ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রোববার বিকেলে বলেন, সালাউদ্দিনের হত্যার ঘটনায় তার ভাই বাদি হয়ে মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি করা হয়েছে। আমার চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।

Manual8 Ad Code

জানা গেছে, সালাউদ্দিন বিয়ে করলেও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে রয়েছেন। সালাউদ্দিন বাড়িতে একা থাকেন। প্রায় রাতে তিনি বাড়িতে দেরি করে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়িতে থেকে বেরিয়ে গেলেও রাতে আর ফেরেননি। পরদিন শনিবার স্বজনরা তার ঘর তালাবদ্ধ দেখে ধারণা করেছেন তিনি হয়তো কোথাও কাজে গেছেন। ওইদিন বিকেল চারটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি তার স্বজনদের এবং পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে করে মর্গে প্রেরণ করে।

Manual4 Ad Code

সালাউদ্দিনের ভাই আমির উদ্দিন রোববার বিকেলে বলেন, আমার ভাই সালাউদ্দিনকে হত্যার ঘটনায় থানায় মামলা করেছি। তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। তিনি বলেন, তার ভাই খুব নিরীহ প্রকৃতির। কারও সাথে তার কোনো বিরোধ নেই। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code