প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ শহীদ ৪ দিনের রিমান্ডে

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ণ
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ শহীদ ৪ দিনের রিমান্ডে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
উত্তরা পশ্চিম থানার বাসচালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবদুস শহীদকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual6 Ad Code

জানা য়ায়- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) মাথায় গুলি করে হত্যা করা হয়।

Manual4 Ad Code

এর আগে রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক এই কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত হয়ে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে আবদুস শহীদ টানা ছয়বারসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code