যতই ব্যস্ত শিডিউল হোক, শুটিং, নাচ আর ট্র্যাভেলের শত ব্যস্ততায়ও নিজের যত্ন নেওয়া থেকে কোনও দিনই পিছপা হন না ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশেষ করে পায়ের যত্ন নিতে কখনোই ভোলেন না এই অভিনেত্রী। এদিকে ‘পুষ্পা’ সিনেমার একটি দৃশ্যে রাশমিকার পায়ে অভিনেতা আল্লু অর্জুনকে মুখ ছোঁয়ার দৃশ্যও ভাইরাল হয়েছিল। তখন দর্শকদের অনেকের নজর যায় রাশমিকার কোমল সেই পায়ের দিকে।
Manual1 Ad Code
বলা বাহুল্য, সেই পায়ের বেশ যত্ন নেন রাশমিকা। অভিনেত্রী মনে করেন, শরীরের অন্যতম পরিশ্রমী অংশ হচ্ছে পা। আর এই যত্নে তিনি বেছে নিয়েছেন একদম সহজ, সস্তা এবং কার্যকর একটি উপাদান, যাকে বলে এপসম সল্ট।



