বিনোদন ডেস্ক:
এ বছরটা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ছোটপর্দার জনপ্রিয় এই তারকা শুধু পেশাগত সাফল্যের গণ্ডি পেরিয়ে এবার ব্যক্তিগত জীবনেও পেয়েছেন সুখের নতুন ঠিকানা- বিয়ে করেছেন বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে।
বিয়ের পর একসঙ্গে সময় কাটাতে পাড়ি জমিয়েছেন ইউরোপে। ঘুরে বেড়াচ্ছেন ইউরোপের এক শহর থেকে অন্য শহরে। নিজের ফেসবুক পেজে কানাডার মাইসন লাভান্ডে শহরে তোলা কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে বেশ হাসিখুশি, প্রাণবন্ত দেখা গেছে তাকে। পর্দার ‘মালতী’ চরিত্রে দর্শকের মন জয় করা এই অভিনেত্রীর ছবিতে মন্তব্য জানাতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। মাসখানেক আগে ইউরোপে ঘুরতে গিয়েছিলেন মেহজাবীন। স্বামী আদনান আল রাজীব ‘আলী’ সিনেমা নিয়ে আগেই গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এই উৎসব শেষে করেই মেহজাবীনকে নিয়ে বের হন ইউরোপ টুরে।
উল্লেখ্য, মেহজাবীন চৌধুরীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতী’ বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও প্রশংসা পেয়েছে ভিন্ন ভাবনার সিনেমাপ্রেমীদের কাছে। ছবিটি বিদেশের নানা উৎসবেও প্রশংসিত হয়েছে। এ বছর লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
Sharing is caring!