প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
সিলেটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে।

শুক্রবার (৩০ আগস্ট) কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা ও তার ছেলে ইমরানকে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে গতকাল শুক্রবার ‍জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান।

Manual2 Ad Code

তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন।

Manual5 Ad Code

আজ শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code