প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুড়ীতে ১৩৫ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাকচালক আটক

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
জুড়ীতে ১৩৫ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাকচালক আটক

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে একটি ট্রাকে চালের বস্তার নিচে করে ভারতীয় অবৈধ জিরা পাচারকালে বিজিবি কর্তৃক ১০৫ বস্তা চাল, ১৩৫ বস্তা জিরা ও ট্রাক জব্দ এবং চালক মোঃ ফরহাদ উদ্দিন (২৫) কে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী-কুলাউড়া সড়কের তেতুলতলা নামক স্থান হতে তাকে আটক করা হয়। সে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার পুত্র।

Manual8 Ad Code

বিজিবব সূত্র জানায়- গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর একটি বিশেষ টহল দল জুড়ী বিওপি হতে প্রায় ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৫নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক স্থানে সন্দেহ জনক একটি পণ্যবাহী ট্রাক থামায়। পরে সেটি তল্লাশি করে মালের উপরের অংশে বাংলাদেশী চালের বস্তা এবং চালের নিচে ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালক উক্ত মালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় টহল দল ট্রাকসহ মালামাল জব্দ করে এবং চালককে আটক করে। জব্দকৃত ১৩৫ বস্তা জিরার সিজার মূল্য- ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ১০৫ বস্তায় চালের সিজার মূল্য- ৪ লক্ষ ২০ হাজার টাকা।

জানতে চাইলে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code