প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে সবজি ক্ষেত থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটে সবজি ক্ষেত থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার

Manual2 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের পান্তুমাই এলাকার থেকে ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিজিবির একটি দল চোরাকারবারিরা অবৈধ অস্ত্র এনে তা হস্তান্তরের জন্য সবজি ক্ষেতে মাটি চাপা দিয়ে রাখে।

Manual1 Ad Code

এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারি সদস্যরা পালিয়ে যায়। পরে বিজিবি তল্লাশি চালিয়ে ভারতীয় এয়ার উদ্ধার করে।

এছাড়া বিজিবি জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে বিজিবি এবং পুলিশের যৌথ অভিযান চালিয়ে ২৫ টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই এসব অবৈধ অস্ত্র চোরাচালান এর মাধ্যমে অস্থিতিশীল করতে না পারে এ ব্যাপারে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code