প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুড়ীর বিএনপি নেতা ছোটনের পিতৃবিয়োগ, মির্জা ফখরুলের শোক

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
জুড়ীর বিএনপি নেতা ছোটনের পিতৃবিয়োগ, মির্জা ফখরুলের শোক

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, ধামাই চা বাগানের গার্ডেন সুপারভাইজার মাহবুবুর রহমান ছোটনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭১) রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ভারতের মুম্বাই শহরের জে জে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সম্মতিতে সেখানেই তার লাশ দাফন করা হয়।

Manual1 Ad Code

বিএনপি নেতা মাহবুবুর রহমান ছোটনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন- ‘আব্দুর রহিম এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুম আব্দুর রহিমকে জান্নাত নসীব এবং গভীর শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন’।

তিনি শোকাহত পরিবার, আত্বীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual3 Ad Code

এদিকে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুবুর রহমান ছোটনের পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রচার সম্পাদক শামীম আহমদ, সদস্য বদরুল ইসলাম, আল আমিন আহমদ, শাহ আলম, আশরাফ উদ্দিন, জাকির হোসাইন, সালমান আহমদ।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code