প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের নারীদের সামনে ১৭০ রানের বিশাল লক্ষ্য

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ
বাংলাদেশের নারীদের সামনে ১৭০ রানের বিশাল লক্ষ্য

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে সিরিজে বিস্বাদ ভুলে টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে আয়ারল্যান্ড। সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করেছে আয়ারল্যান্ড।

Manual4 Ad Code

ইনিংস শুরু করা আয়ারল্যান্ডের ওপেনার এমি হান্টার বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় ওভারেই আউট হয়ে যান তিনি। জাহানারা আলমের বলে বোল্ড হন এমি। সাজঘরে ফেরার আগে করেন ১৩ বলে ১০ রান। তবে আরেক ওপেনার গ্যাবি লুইস দলকে সঠিক পথে রাখেন।

দ্বিতীয় উইকেটে ওর্লা প্রেন্ডারগাস্টকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন তিনি। ওর্লাকে শিকার করে এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ওর্লাও বোল্ড আউট হন। ১৫ বলে ১১ রান করে বিদায় নেন তিনি।

Manual2 Ad Code

তারপর লিয়াহ পলকে নিয়ে বড় জুটি গড়েন গ্যাবি লুইস। তারা দুইজন যোগ করেন ১০৭ রান। এই জুটি মোকাবেলা করে ৬৪টি বল। তাদের দুইজনের ব্যাটেই আয়ারল্যান্ডের বড় রানের ভিত তৈরি হয়ে যায়।

Manual3 Ad Code

অবশেষে এই জুটি ভাঙতে সফল হন ফারিহা তৃষ্ণা। গ্যারি লুইসকে শিকার করে জুটি ভাঙেন তিনি। তৃষ্ণার বলে বোল্ড হন গ্যারি। বিদায়ের আগে করেন ৬০ রান। ৪২টি বল খেলেন তিনি। গ্যাবির ইনিংসে ছিল সাতটি চার ও দুইটি ছক্কা।

আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন লিয়াহ। ৭৯ রান আসে তার ব্যাট থেকে। ৪৫ বলে প্রায় ১৭৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। লিয়াহর ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও দুইটি ছক্কায়।

Manual1 Ad Code

নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ১৬৯ রান। উইকেট হারিয়েছে পাঁচটি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code