প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ণ
সিলেটে ৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লিগ টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আটটি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে। ম্যাচগুলো টিভিতে দেখা যাবে, এছাড়া মাঠে বসেও উপভোগ করা যাবে। নামমাত্র মূল্যে সিলেটের নয়নাভিরাম মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

Manual4 Ad Code

জাতীয় লিগের চার দিনের ম্যাচ বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হলেও ২০ ওভারের এই প্রতিযোগিতা দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া মাঠে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। সর্বনিম্ন এই মূল্যের টিকিট গ্যালারির জন্য। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং সর্বোচ্চ ৩০০ টাকায় গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

Manual6 Ad Code

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code