প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে র‌্যাবকে দেখে পালানোর চেষ্টা : শেষ রক্ষা হলোনা

editor
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
সিলেটে র‌্যাবকে দেখে পালানোর চেষ্টা : শেষ রক্ষা হলোনা

নিউজ ডেস্ক:
সিলেটে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তার কাছ থেকে বিদেশী মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম নসির উদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ থানার কায়েদগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন ০৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামস্থ মেসার্স হাজী আব্দুস সালাম অটো ব্রিকস এর সামনে কোম্পানীগঞ্জ টু সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে র‌্যাব।

এসময় র‌্যাবকে দেখে নসির উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে তার সাথে থাকা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে ১শ ৯১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং তাকে গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!