প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হ ত্যা মামলায় অভিযুক্ত আনোয়ারুজ্জামান চৌধুরী

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হ ত্যা মামলায় অভিযুক্ত আনোয়ারুজ্জামান চৌধুরী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিতর্কিত সাবেক আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দ্য ফিন্যান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টি আয়োজিত এক নৈশভোজে আনোয়ারুজ্জামান অংশ নেন। সেখানে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমস আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান দেশ ছেড়ে পালান। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলাও হয়।

Manual2 Ad Code

দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে স্টারমারের সমালোচনা করে বলা হয়েছে, “অর্থ আত্মসাৎ ও আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এটি লেবার পার্টির ভাবমূর্তির জন্য প্রশ্নবিদ্ধ।”

Manual2 Ad Code

গত জুলাইয়ে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করে। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে লেবার পার্টিকে বাংলাদেশি ব্রিটিশ ভোটারদের সমর্থন পেতে আওয়ামী লীগের সহযোগিতা নিতে দেখা গেছে। এমনকি লেবার পার্টিকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনি অনুদানও দিয়েছিলেন বলে জানায় ফিন্যান্সিয়াল টাইমস।

Manual7 Ad Code

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক বলেছেন, “লেবার পার্টিকে সংখ্যালঘু (বাংলাদেশি-ব্রিটিশ) ভোটের জন্য আওয়ামী লীগের ওপর নির্ভরশীলতা বন্ধ করতে হবে। ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন অনেকটাই কমে গেছে, যা লেবার পার্টি এখনো বুঝতে পারেনি।”

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code