প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০১:২০ অপরাহ্ণ
বড়লেখায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

Manual4 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রায় ২ লাখ টাকার ওষুধ দেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদ।

বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্পে ডা. মো. ফয়জুল আজিজ, ডা. এম আব্দুল বাছিত রাজু, ডা. আনিকা ইসলাম, ডা: ফাহাদ হাসান, ডা. ইলহামুর রেজা চৌধুরী, ডা. হাবিবা সুলতানা, ডা. গোলাম কিবরিয়া চৌধুরী, ডা. জামাল উদ্দিনসহ স্থানীয় চিকিৎসকরাও চিকিৎসাসেবা প্রদান করেন।

Manual8 Ad Code

সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি কাজী হুমায়ুন রশিদ চৌধুরী।

Manual6 Ad Code

অনুষ্ঠানে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক আহমদ হোসাইন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, অধ্যাপক এমএ মোহাইমিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল মালিক ও সাইফুল ইসলাম মাস্টার, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ৷

Manual2 Ad Code

এসময় অন্যদের মাঝে শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক ইমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, অর্থসম্পাদক রাসেল আহমেদ, প্রচার সম্পাদক সায়দুল মাহবুব, কার্যকরী সদস্য হায়াত মাহমুদ ফয়ছল, সৈয়দ সারওয়ার আলম ও ফয়ছল আহমদ, অফিস সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code