প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও শিরনি বিতরণ

editor
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও শিরনি বিতরণ

Manual5 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার জুমার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে শহরের পশ্চিম বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

একই দিনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমানের উদ্যোগে শহরের হযরত শাহ মোস্তফা (রহ.) দরগা জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গরিব ও দুস্থদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

Manual8 Ad Code

পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য আব্দুল মুকিত, মিছবাউর রহমান, মো. ফখরুল ইসলামসহ দলটির জেলা, উপজেলা ও পৌর ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখায়। দেশের স্বাধীনতার ঘোষণা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর শিক্ষা ও আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code